ওয়েবডেস্কঃ পরিবর্তিত কোভিড আবহে ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট সিরিজের শেষ দুটি টেস্টই আয়োজন করার আগ্রহ দেখালো সিডনি ক্রিকেট মাঠের ট্রাস্টি বোর্ড।সিডনিতে একটি টেস্ট হওয়ার কথা থাকলেও শেষ টেস্ট হওয়ার কথা ছিল ব্রিসবেনে। এদিকে সংক্রমণ এড়াতে কুইন্সল্যান্ড সরকার নিউ সাউথ ওয়েলসের সঙ্গে যাবতীয় সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ সিডনিতে ফের করোনা সংক্রমণ দেখা দিয়েছে। ফলে সিডনিতে টেস্ট খেলে ব্রিসবেনে যাওয়া সম্ভব নাও হতে পারে ক্রিকেটার ও আধিকারিকদের। এমনকি সিডনিতে তৃতীয় টেস্ট নিয়েও দেখা দিয়েছে সংশয়। তবে সুষ্ঠূভাবেই সিডনি টেস্ট আয়োজনের বিষয়ে আশ্বাস মিলেছে সিডনি ক্রিকেট বোর্ডের তরফে। সীমানা বন্ধ থাকায় ব্রিসবেনে যাওয়া সম্ভবপর না হলে সিডনিতেই শেষ দুটি টেস্ট আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে বোর্ড। তবে এই মর্মে এখনও কোনো বিবৃতি দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। ৭ ই জানুয়ারী থেকে তৃতীয় টেস্ট হওয়ার কথা সিডনিতে। তবে এখনো অব্দি পরিস্থিতি যা তাতে মেলবোর্নেও হতে পারে তৃতীয় টেস্ট। ২৬ শে ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সিডনির করোনা পরিস্থিতির উন্নতি না হলে মেলবোর্নই পেতে পারে তৃতীয় টেস্ট আয়োজন করার দায়িত্ব। এদিকে চোট পুরোপুরি না সারায় ভারতের বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট থেকে ছিটকে গেলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার এবং শন অ্যাবট। সিডনিতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পেয়ে একদিনের সিরিজের শেষ ম্যাচ এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান ডেভিড ওয়ার্নার। ভাবা হয়েছিল দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারবেন ওয়ার্নার। তড়িঘড়ি মেলবোর্নেও নিয়ে আসা হয় তাঁকে। কিন্তু চোট না সারায় বক্সিং ডে টেস্ট খেলা হচ্ছে না তারকা ওপেনারের। অন্যদিকে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কাফ মাসেলে চোট পান শন অ্যাবট। অ্যাডিলেডে প্রথম টেস্টে খেলেননি তিনি। নেই মেলবোর্নে দ্বিতীয় টেস্টেও। এখানে বাধ সেধেছে, অতিমারী সুরক্ষা বিধি। সিডনি থেকে মেলবোর্নে এলেও মাঠে নামার আগে কোয়ারেন্টিনে থাকতে হবে ক্রিকেটারদের। ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে টেস্ট, তার আগে শেষ হবে না কোয়ারেন্টিন পর্ব। তাই ওয়ার্নার ও অ্যাবট দুজনের কেউই নামতে পারবেন না মেলবোর্নে।
620