আফগানিস্তান শক্তিশালী ভূমিকম্পের পর প্রায় ২ মিনিট ধরে কাঁপল দিল্লি-সহ উত্তর ভারত

নয়াদিল্লি: মঙ্গলবার রাত সওয়া ১০টা নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল দেশের রাজধানী শহর এবং আশপাশের এলাকা। প্রায় ৪৫ সেকেন্ড ধরে তিন দফায় কম্পন অনুভূত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর দিল্লি-সহ উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে প্রায় দু’মিনিট স্থায়ী শক্তিশালী কম্পন অনুভূত হয়। গতকাল আফগানিস্তানে এই নিয়ে দ্বিতীয় ভূমিকম্প আঘাত হেনেছিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, আফগানিস্তানের ফয়জাবাদের ১৩৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে।

আফগানিস্তান প্রায়শই ভূমিকম্পে আক্রান্ত হয়। বিশেষ করে ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হিন্দুকুশ পর্বতশ্রেণীতে।

ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ায় রাজধানী দিল্লি এবং তার আশপাশের এলাকায়। আতঙ্কিত দিল্লিবাসী নিজেদের ঘরবাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। একই চিত্র দেখা গিয়েছে রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীর-সহ উত্তর ভারতের বহু রাজ্যে। ভূমিকম্পের ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Related posts

আগামী কয়েকদিনে গরম বাড়বে, অক্টোবরের শেষ সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা, ঘূর্ণিঝড়ের প্রভাবে বদলাবে রাজ্যের আবহাওয়া

গোর্খা বিষয়ক আলোচনায় কেন্দ্রের নিয়োগে ক্ষোভ মমতার, সরাসরি চিঠি প্রধানমন্ত্রীর উদ্দেশে

প্রয়াত পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের