প্রথম পাতা খবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

339 views
A+A-
Reset

ডেস্ক: জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্ম বার্ষিকী। তাঁর এই জন্মবার্ষিকীতে রাজঘাটের সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু-সহ অনেকেই। গিয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও।


এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীরও জন্ম বার্ষিকী। বিজয় ঘাটে প্রতি যাঁরা শ্রদ্ধা জানান তাঁদের মধ্যে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র অনিল শাস্ত্রী, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। গিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিও।

আরও পড়ুন: স্বচছ ভারত অভিযানের দ্বিতীয় পর্বের সূচনা করলেন মোদী, উন্নয়নের লক্ষ্যে মোট ৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ


নিজের টুইটার হ্যান্ডেলে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী মোদি লেখেন, “জন্মজয়ন্তীতে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাজ্ঞাপন করছি। পূজ্য বাপুর জীবন ও আদর্শ দেশের পরবর্তী প্রজন্মকে কর্তব্যের পথে হাঁটতে উৎসাহিত করবে। গোটা বিশ্বে তাঁর আদর্শ আজ প্রযোজ্য এবং তা লক্ষ লক্ষ মানুষকে শক্তি যোগাচ্ছে।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.