সঠিক সময়ে উপনির্বাচন করানোর দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল

ডেস্ক: সঠিক সময়ে বিধানসভার উপনির্বাচন করানোর দাবিতে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস৷ অতিমারি পরিস্থিতিতে ভোটের করালে যাতে অবস্থা খারাপ না হয়, সেই দিকেও নজর রাখা হবে বলে কমিশনকে প্রতিশ্রুতি দেবেন শাসকদলের প্রতিনিধিরা।


প্রচারের জন্য সাত দিন সময় দিয়ে যাতে নির্বাচন করানো হয়, নির্বাচন কমিশনে গিয়ে সেই দাবি জানাবে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল৷ এই মুহূর্তে রাজ্যে পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন এবং দু’টি কেন্দ্রে ভোট গ্রহণই বাকি৷ অর্থাৎ সবমিলিয়ে সাতটি কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নির্বাচন কমিশনকে৷ রাজ্য প্রশাসন যে উপনির্বাচনে জন্য প্রস্তুত, ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে তা নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে৷ কারণ এই মুহূর্তে রাজ্যে করোনা পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে৷ মুখ্যমন্ত্রী নিজেও চাইছেন, যত দ্রুত সম্ভব উপনির্বাচনগুলি সেরে ফেলুক নির্বাচন কমিশন৷ 


তৃণমূলের অভিযোগ, কেন্দ্রের শাসক দলের কথাতেই চলে নির্বাচন কমশন। এই সাত বিধানসভা কেন্দ্রে নির্বাচন না করিয়ে রাজনৈতিক ভাবে তাঁদের অসুবিধার মধ্যে ফেলতে পারে বিজেপি। সেই পরিকল্পনা ভেস্তে দিতেই তৃণমূলের এই তৎপরতা।

আরও পড়ুন: তৃণমূলের সাংগঠনিক স্তরে রদবদল, গুরুত্ব বাড়ছে যুবশক্তি’র


যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন বাকি, তার মধ্যে রয়েছে ভবানীপুর কেন্দ্রও৷ ওই কেন্দ্র থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ নন্দীগ্রামে পরাজিত হওয়ায় শপথ গ্রহণের ছ’ মাসের মধ্যে বিধায়ক হিসেবে নির্বাচিত হতে হবে মুখ্যমন্ত্রীকে৷ এ ছাড়াও খড়দহ, দিনহাটা, শান্তিপুর এবং গোসাবা কেন্দ্রে উপনির্বাচন বাকি রয়েছে৷ প্রার্থীদের মৃত্যুতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রে ভোটগ্রহণই হয়নি৷ ফলে ওই দুই কেন্দ্রেও ভোট হবে৷

Related posts

নিমতলায় গঙ্গায় পড়ে গেল একটি গাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচল ভিতরে থাকা কিশোর

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাংলোর কাছে বিশাল অগ্নিকাণ্ড, কারণ নিয়ে ধোঁয়াশা

সিকিমে আটকে থাকা পর্যটকদের আকাশপথে উদ্ধার শুরু আজ