বনগাঁ–আসানসোল পুরসভা উপনির্বাচনে জয় তৃণমূলের

বনগাঁ আসানসোল পৌরসভা উপনির্বাচনে সবুজ ঝড়ের দাপট অব্যাহত রইল । আজ, বুধবার তার ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এই উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস। এই উপনির্বাচনে বিজেপি সরাসরি তৃণমূল কংগ্রেস দলটি চোর বলে প্রচার করেছিল। কিন্তু এত প্রচার সত্ত্বেও মানুষ তৃণমূল কংগ্রেসের উপরই আস্থা রাখলেন। ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী পাপাই রাহা। ২ হাজার ১১৮ ভোটে পাপাই রাহা জয়ী হন। নির্বাচনে জয়ী হওয়ার পর এ দিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই জয় উৎসর্গ করেন তৃণমূল প্রার্থী পাপাই এবং দলের সমর্থকেরা। দলের সমর্থকরা বলেন, “এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। বাংলার মুখ্যমন্ত্রীর জয়।’বনগাঁ পৌরসভা উপনির্বাচনে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি (BJP) প্রার্থী অরূপকুমার পাল। তিনি পেয়েছেন ৭২৪টি ভোট। তৃতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী ধৃতিমান পাল পেয়েছেন ৩৩২টি ভোট। কংগ্রেস প্রার্থী প্রভাস পাল পেয়েছেন ৫২টি ভোট।

আসানসোল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়। সাড়ে চার হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে সিপিআইএম প্রার্থী শুভাশিস মণ্ডল। তৃতীয় স্থানে বিজেপি এবং চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস।

আরও পড়ুন :

গেহলটকেই দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করতে বলেছেন দলনেত্রী

সাতসকালেই লালু ঘনিষ্ঠ একাধিক আরজেডি নেতার বাড়িতে সিবিআই হানা

অনূ্ব্রতর জামিনের আবেদন খারিজ, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

নজর শুভেন্দুর গড়ে, লোকসভায় লক্ষ্য রেখে পঞ্চায়েত ভোট থেকে প্রস্তুতি শুরুর নির্দেশ অভিষেকের

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের