পুরী বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরা হল না বাড়ি। সমুদ্র স্নানে গিয়ে মৃত্যু দুই যুবকের। মৃত দুই যুবকের নাম অজয় দাস এবং অরিন্দম দাস। দুজনেই হুগলির শ্রীরামপুরের বাসিন্দা।
শুক্রবার ওড়িশা থেকে হুগলির শ্রীরামপুরে দুই বন্ধুর মরদেহ বাড়িতে পৌঁছতেই শোকস্তব্ধ এলাকা। জানা যায়, বুধবার ট্রেনে উঠেছিলেন তাঁরা। মোট ছয় বন্ধু একসঙ্গে পুরী বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার ট্রেন থেকে নেমে হোটেল পেয়ে যান। তার পর বিকেলে সমুদ্রস্নানে যান। তখনই ভেসে যান অরিন্দম এবং অজয়। বাকি চার বন্ধু স্নান সেরে উঠে এলেও, অজয় আর অরিন্দম তলিয়ে যায়।
অজয়ের দাদা সুভাষ বলেন, “ভাই টোটো চালাত। সময় পেলে বন্ধুদের সঙ্গে বেড়াতে যেত। এর আগে আট বার পুরী গেছে ওরা। এবার যে কী হল!’’
অন্য দিকে, অরিন্দম বিমা সংস্থায় এজেন্টের চাকরি করতেন। তাঁর মায়ের কথায়, ‘‘ছেলে ফোন করে বলেছিল ভালো ভাবে পৌঁছে গিয়েছি। ভিডিয়ো কলে ঘরের ছবিও দেখিয়েছিল। বলল, ‘মা ভাল হোটেল পেয়েছি। ভাড়া ২,১০০ টাকা”। এর পর আর কথা হয়নি। শুক্রবার বাড়িতে নিথর দেহ ফিরল দুই বন্ধুর।
আরও পড়ুন: পুরীতে সমুদ্র স্নানে নেমে মৃত হাওড়ার বাসিন্দা পিতা-পুত্র