প্রথম পাতা খবর ‘এক দেশ, এক ভোট’ বিলের পথে সবুজ সংকেত, পেশ হতে পারে সংসদের শীতকালীন অধিবেশনে

‘এক দেশ, এক ভোট’ বিলের পথে সবুজ সংকেত, পেশ হতে পারে সংসদের শীতকালীন অধিবেশনে

382 views
A+A-
Reset

নয়াদিল্লি: ‘এক দেশ, এক ভোট’ নীতি কার্যকর করার পথে আরও এক ধাপ এগোল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই নীতিতে সবুজ সংকেত দিয়েছে। সূত্রের খবর, সংসদের চলতি শীতকালীন অধিবেশনেই এই নীতি কার্যকর করার লক্ষ্যে একটি বিল পেশ করতে পারে কেন্দ্র।

বিজেপি দীর্ঘদিন ধরেই এই নীতির পক্ষে সওয়াল করে আসছে। লোকসভা নির্বাচনের আগে প্রকাশিত তাদের ইস্তাহারেও ‘এক দেশ, এক ভোট’ চালুর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কেন্দ্রের দাবি, এই নীতি চালু হলে বারবার নির্বাচনের কারণে যে বিশাল অর্থব্যয় হয়, তা কমে যাবে। নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার জন্য উন্নয়নমূলক কাজের গতি থেমে যাবে না। পাশাপাশি, সরকারি কর্মীদের উপর ভোট সংক্রান্ত কাজের চাপ হ্রাস পাবে।

তবে বিরোধী রাজনৈতিক দলগুলি এই নীতির কড়া সমালোচনা করছে। তাদের দাবি, ‘এক দেশ, এক ভোট’ দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ও সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী। বিরোধীদের মতে, এই নীতি আসলে ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের মতো একটি একক কাঠামো তৈরি করার প্রয়াস।

এই বিতর্কের মাঝেই, মোদী সরকার চলতি সংসদের শীতকালীন অধিবেশনে ‘এক দেশ, এক নির্বাচন’ বিল পেশ করার জন্য প্রস্তুত হচ্ছে। বিলটি পাস হলে জাতীয় নির্বাচন কমিশন সারা দেশে একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন আয়োজন করবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.