জঙ্গিপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মাত্র ৫৯ দিনের মধ্যে দোষীদের শাস্তি ঘোষণা হতে চলেছে। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা আদালত দীনবন্ধু হালদার এবং শুভ হালদারকে দোষী সাব্যস্ত করেছে। শুক্রবার তাঁদের সাজা ঘোষণা করা হবে।
গত দুর্গাপুজোয়, ১৩ অক্টোবর, দাদুর বাড়ি বেড়াতে এসে বাড়ির সামনে খেলতে খেলতে নিখোঁজ হয়ে যায় নাবালিকা। তিন ঘণ্টা পর প্রতিবেশী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে তার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা দীনবন্ধুকে মারধর করে। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং খুন, তথ্যপ্রমাণ লোপাট এবং পকসো আইনের আওতায় মামলা দায়ের করে।
পুলিশি তদন্তে উঠে আসে, দীনবন্ধুর সঙ্গে এই ঘটনায় জড়িত ছিল শুভ হালদার। ১৯ অক্টোবর শুভকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে জানা যায়, যৌন নির্যাতন ও খুনের কাজে দীনবন্ধুকে সাহায্য করেছিল শুভ। এমনকি মৃতদেহ বস্তাবন্দি করতেও সে সহযোগিতা করেছিল।
এই জঘন্য অপরাধের পর জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। ২১ দিনের মধ্যে ৬২২ পাতার চার্জশিট জমা দেয় পুলিশ। ৫২ দিনের মধ্যে ৩১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। ৫৯ দিনের মাথায় আদালত দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। শুক্রবার আদালত দোষী সাব্যস্ত দুই অভিযুক্তের সাজা ঘোষণা করবে।