রাজ্যের সব কলেজে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। মামলাকারী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, রাজ্যের বিভিন্ন কলেজে দীর্ঘদিন নির্বাচন না হলেও ইউনিয়ন চালু রয়েছে, এমনকি ইউনিয়ন রুমও খোলা থাকছে।
আদালত জানায়, ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত কোনও কলেজেই ইউনিয়ন রুম খোলা যাবে না। কোনও বিশেষ ক্ষেত্রে রেজিস্ট্রারের অনুমতি ছাড়া রুম খোলার অনুমতি মিলবে না। একইসঙ্গে রাজ্য সরকারকে আগামী ১৭ জুলাইয়ের মধ্যে হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তাদের কী পরিকল্পনা রয়েছে।
শুনানিতে বিচারপতি সৌমেন সেন প্রশ্ন তোলেন, ছাত্র সংসদ না থাকলেও কলেজগুলিতে অ্যান্টি র্যাগিং কমিটি কার্যকর রয়েছে কি না। মামলাকারী জানান, বাস্তবে কোনও কলেজে কার্যকর এমন কিছু দেখা যায়নি।
এই মামলার পরবর্তী শুনানি ১৬ জুলাই। আদালতের পর্যবেক্ষণে কার্যত ছাত্ররাজনীতির শৃঙ্খলা ফেরানোর বার্তা মিলল বলেই মনে করছেন অনেকে।