কলকাতা: করোনার জেরে একের পর এক বাতিল ও স্থগিত হচ্ছে পরীক্ষা। এবার সেই তালিকায় যুক্ত হল দেশের প্রথম সারির পরীক্ষা ইউপিএসসি প্রিলিমিনারি এবার পিছিয়ে দিতে হল সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা ইউপিএসসিও।
সর্বভারতীয় এই পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৭ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দেড় মাস বাকি থাকতেই তা পিছিয়ে দেওয়া হল। বৃহস্পতিবার জানানো হয়েছে, ২৭ জুনের তারিখ পিছিয়ে আপাতত তা ১০ অক্টোবর করে দেওয়া হয়েছে।
গত বছরও একই ভাবে পিছিয়ে দিতে হয়েছিল। ৩১ মে থেকে পিছিয়ে তা ৪ অক্টোবর করে দিতে হয়। যদিও গতবারের দু-রাউন্ড পরীক্ষা (প্রিলিমিনারি ও মেইনস) হয়ে গেলেও করোনার কারণে ইন্টারভিউ এখনও শুরুই করা যায়নি। এর মধ্যে নতুন করে পিছিয়ে গেল এ বছরেরও পরীক্ষা।
দেশে অনেকগুলি পরীক্ষা হয় বাতিল বা স্থগিত করা হয়েছে। সেই মত আইএএস (IAS) পরীক্ষার জন্য আবেদনকারী অনেক প্রার্থীও আপাতত এই পরীক্ষা স্থগিতের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন। দেশে করোনার মামলা বাড়ছে, তাই আপাতত অক্টোবরে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি ইতিমধ্যে দু’দফায় পশ্চিমবঙ্গ পাবলিক সিভিল সার্ভিসও পিছিয়ে গিয়েছে।