ডেস্ক: রবিবার দৈনিক সংক্রমণের নিরিখে গত ২৪ ঘণ্টায় আমেরিকা ও ব্রাজিলকে টপকে গিয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণের প্রায় ৮২ শতাংশই ৮টি রাজ্যে–মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তিশগড়, দিল্লি, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পঞ্জাব ও মধ্যপ্রদেশ। এই পরিস্থিতিতে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সপ্তাহ শেষে শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত লকডাউন জারি করার নির্দেশ দিল মহারাষ্ট্র সরকার।
করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে মহারাষ্ট্র সরকারের ক্যাবিনেট বৈঠক ছিল৷ সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত প্রত্যেক শুক্রবার রাত ৯টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত কড়া লকডাউন জারি হবে রাজ্যে৷ সেই সময় জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যাবতীয় কাজে ছাড় দেওয়া হবে।
এক নজরে নির্দেশিকা
শুক্রবার রাত ৯টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত কড়া লকডাউন জারি হবে রাজ্যে৷ সপ্তাহের বাকি দিনগুলিতে সম্পূর্ণ লকডাউন না থাকলেও নাইট কার্ফু লাগু করা হবে। কর্মীদের বাড়ি থেকে কাজ করতে হবে। রেস্তোরাঁ এবং হোটেল খোলা রাখা যাবে। তবে সেখানে বসে খাওয়া যাবে না। খাবার পার্সেল নিয়ে অন্যত্র চলে যেতে হবে। সাধারণ দর্শনার্থীদের জন্য সমস্ত ধর্মীয়স্থান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র দৈনন্দিন পুজো এবং প্রার্থনার জন্য ধর্মীয়স্থান খোলা যাবে। রাত আটটার পর পার্ক বন্ধ করে দিতে হবে। পাশাপাশি মাল্টিপ্লেক্স, প্রেক্ষাগৃহ, শপিং মল বন্ধ থাকবে। তবে শুটিং বন্ধ থাকবে না। সমস্ত গণ পরিবহনে পঞ্চাশ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে৷ মাস্ক না পরে বেরোলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে৷