বুধবার থেকে ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু হচ্ছে

নয়াদিল্লি : ১৬ মার্চ থেকে দেশে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু করছে কেন্দ্র। সোমাবার একটি টুইট করে এ খবর জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়।

হিন্দি হরফে করা এই টুইটে তিনি লেখেন, ‘শিশুরা সুরক্ষিত হলেই দেশ সুরক্ষিত। আনন্দের সঙ্গে জানাচ্ছি আগামী ১৬ মার্চ থেকে দেশে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু হচ্ছে।’ তিনি অভিভাবকদের অনুরোধ করে লিখেছেন, তাঁরা যেন দ্রুত সন্তানদের নাম টিকাকরণের জন্য নথিভুক্ত করেন।

সোমবার তিনি বয়স্কদের বুস্টার টিকা দেওয়ার কথাও ঘোষণা করেন। টুইটে স্বাস্থ্যমন্ত্রী লিখেছেন, ষাটোর্ধ্ব ব্যক্তিরা ওইদিন থেকে বুস্টার টিকা নিতে পারবেন। বুধবার থেকেই তাঁদের বুস্টার টিকা দেওয়া শুরু হবে।

প্রসঙ্গত এর আগে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ করিয়েছে কেন্দ্র।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক