358
নয়াদিল্লি: গুরুতর অসুস্থ প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। বুধবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দিল্লি এইমসে ভর্তি করানো হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, বয়সজনিত সমস্যা রয়েছে তাঁর।
জানা গিয়েছে, ৯৬ বছর বয়সি আডবাণীকে বর্তমানে দিল্লি এমসের বার্ধক্য বিভাগে রাখা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানা গিয়েছে। চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখছেন।