প্রথম পাতা খবর WB NEET UG 2023: ডাক্তারিতে ভর্তির কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন, জানুন গুরুত্বপূর্ণ তারিখ

WB NEET UG 2023: ডাক্তারিতে ভর্তির কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন, জানুন গুরুত্বপূর্ণ তারিখ

111 views
A+A-
Reset

এমবিবিএস ও বিডিএসে ভর্তির অপেক্ষায় থাকা পড়ুয়াদের জন্য সুখবর। NEET-UG স্টেট কাউন্সেলিংয়ের প্রতীক্ষা শেষ। মঙ্গলবার (২৫ জুলাই, ২০২৩) থেকে WB NEET UG 2023 কাউন্সেলিং-এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে।

যে প্রার্থীরা পশ্চিমবঙ্গে এমবিবিএস/বিডিএস কোর্সের জন্য আবেদন করতে চান, তাঁরা স্নাতক মেডিক্যাল ও ডেন্টাল স্টেট কোটা এবং প্রাইভেট কলেজ ম্যানেজমেন্ট কোটা এবং এনআরআই কোটায় সুযোগ পেতে WBMCC-র অফিসিয়াল ওয়েবসাইট wbmcc.nic.in-এর মাধ্যমে আবেদন করতে পারেন।

কাউন্সেলিং রাউন্ডের জন্য আবেদন করার শেষ তারিখ ২৮ জুলাই পর্যন্ত। মনে রাখবেন, যে প্রার্থীরা NEET UG 2023-এর মাধ্যমে যোগ্যতা অর্জন করেছেন, তাঁরা আবেদন করার যোগ্য।

জানা গিয়েছে, রাউন্ড ১-এর মেধা তালিকা প্রকাশের তারিখ ১ আগস্ট। এবং প্রার্থীদের অনলাইন চয়েস ফিলিং এবং চয়েস লকিং ১ আগস্ট থেকে ১ আগস্ট। ফলাফল প্রকাশ করা হবে ৫ আগস্ট। বাছাই প্রার্থীদের মূল নথিপত্র সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রিপোর্টিং এবং ভর্তি ৭ আগস্ট এবং ৮ আগস্ট।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.