আংশিক মেঘলা আকাশ, বৃহস্পতিতে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

কলকাতা: বৃহস্পতিবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ কলকাতায়। তবে, জেলায় জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪৮ শতাংশ। আপাতত শহরে পারদ পতনের কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।

এ দিন হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে।

আবহবিদদের অনুমান ছিল, বুধবার সরস্বতী পুজোর দিন বৃষ্টি হতে পারে কলকাতা এবং অন্য জেলাগুলিতে। তবে, সেই আশঙ্কা কেটেছে।

Related posts

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা

প্রধানমন্ত্রীর সভার পরেই খড়গপুরে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক বিজেপি নেতা!

আজ পঞ্চম দফায় রাজ্যের ৭ কেন্দ্রে ভোটগ্রহণ