কলকাতা সহ বঙ্গের বেশ কিছু জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ ও ঝড়-বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সন্ধ্যার পর পরই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে শুরু হতে পারে ঝড় বৃষ্টি। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও।

জানা গিয়েছে, আবহাওয়ার এই অবনতি দেখা যেতে পারে মূলত কলকাতা এবং পার্শ্ববর্তী জেলা যেমন হাওড়া, হুগলি, উওর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার মত জেলাগুলিতে।

মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই দুর্যোগ বলেও জানা গিয়েছে। শনিবার বিকেল থেকেই বইতে শুরু করেছিল ঝড়ো হাওয়া। আর রবিবার সকাল থেকেই বাংলার আকাশ মুখ লুকিয়ে ছিল মেঘের আড়ালে।

রবিবার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হয় কলকাতা সহ বেশ কিছু জেলায়। তবে এই ঝড় বৃষ্টির প্রভাবে ফের একবার শীত গায়েব হতে পারে দক্ষিণবঙ্গ থেকে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?