রাজ্যে জাঁকিয়ে শীত, আরও নামবে পারদ

কলকাতা: ঠিক পৌষ সংক্রান্তির মুখে শীতের স্পেল শুরু। আগামী দু-তিন দিন রাজ্যে অবাধ উত্তুরে হাওয়া ঢুকবে। তাপমাত্রাও কমবে। ফলে কনকনে শীতের অনুভূতি থাকবে।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। যেখানে বৃহস্পতিবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রির আশপাশে নেমে যাবে। সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও বেলা গড়ানোর সঙ্গেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। আগামীকাল (শনিবার) আরও নামবে তাপমাত্রা।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তুরে হাওয়ায় ভর দিয়ে রাজ্যে ফের প্রত্যাবর্তন করছে শীত। আগামী তিন দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস। পরের দু’দিন নতুন করে পারদ পতন না হলেও তাপমাত্রা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে মকর সংক্রান্তির দিন দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। তাছাড়া রাজ্যের কোনও জেলায় বৃষ্টি হবে না। আপাতত তুষারপাতেরও কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক