আপাতত দিন-রাতের তাপমাত্রায় বড়োসড়ো পরিবর্তনের সম্ভাবনা কম

কলকাতা: রাতে কমছে তাপমাত্রা। দিনে বাড়ছে যথারীতি। এমনকী ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশার আনাগোনা। ভোর-সকালে শীতের আমেজ। তবে প্রশ্ন একটাই, কলকাতায় শীত আসছে কবে?

আলিপুর আবহাওয়া দফতর বলছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত দিন বা রাতের তাপমাত্রায় তেমন কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। কিন্তু আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের পশ্চিমের জেলাগুলি, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে শীতের আমেজ টের পাওয়া যাবে।

উত্তরবঙ্গেও শুক্রবার পর্যন্ত আবহাওয়া শুকনো থাকবে বলেই জানা গেছে। আপাতত আগামী পাঁচ দিন সেখানে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে রাতের দিকে হিমেল হাওয়ার কারণে হালকা শীত অনুভূত হতে পারে উত্তরের জেলাগুলিতে। সঙ্গে আজ দার্জিলিং এবং কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা ও আশপাশের এলাকার  আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।  বেলা বাড়লে কলকাতার আকাশ আংশিক মেঘলা হতে পারে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীতের আমেজ ভাল করে অনুভূত হতে পারে কলকাতায়।

Related posts

ফের শুরু হতে চলেছে বৃষ্টি-পর্ব, চলবে কত দিন

রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের একাংশ সরাসরি রাজনীতি করছে, ক্ষোভ মমতার

আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কলকাতা জাদুঘর জমজমাট সাধারণ মানুষের ভিড়