কলকাতা: রাজ্য জুড়ে এখন বর্ষার আমেজ। বৃষ্টির জেরে কিছুটা কমেছে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। দক্ষিণের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সোমবার পর্যন্ত।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সোমবার পর্যন্ত সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
ওদিকে, সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুরেও।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে। একদিকে বিহার থেকে অসম পর্যন্ত অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা। উত্তরবঙ্গের উপর দিয়ে এই অক্ষরেখা যাওয়ায় সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। অন্যদিকে, বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্তের প্রভাবেই সমগ্র বাংলায় সপ্তাহ ভর মেঘাচ্ছন্ন আকাশ সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।