আজ বিধানসভায় বাজেট পেশ করবে রাজ্য

কলকাতা: বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৪) বিকেল ৩টেয় বিধানসভায় পেশ করা হবে রাজ্য বাজেট। তার আগে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় তাঁর ঘরে হবে মন্ত্রিসভার বৈঠক।

এ বছর লোকসভা নির্বাচনের কারণে অন্তর্বর্তী বাজেট পেশ করেছে কেন্দ্রীয় সরকার। লোকসভা নির্বাচনের পর নতুন সরকার গঠন হলে সেই নতুন সরকার ফের বাজেট পেশ করবে। সে ক্ষেত্রে রাজ্য সরকারের কাছেও আবার বাজেট পেশ করার সুযোগ থাকছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ।

বাজেট পেশ করার আগে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় তাঁর ঘরে হবে মন্ত্রিসভার বৈঠক। সেখানেই বাজেট অনুমোদন করিয়ে নেওয়া হবে। তার পর রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বাজেট পেশ করবেন।

ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, জনমুখী বাজেট পেশ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক ঘোষণা থাকতে পারে। ১০০ দিনের বকেয়া টাকা দেওয়ার কথা আগেই ঘোষণা করেছেন তিনি। একইসঙ্গে আগামীদিনে চমকের ইঙ্গিত দিয়েছিলেন মমতা।

Related posts

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা

প্রধানমন্ত্রীর সভার পরেই খড়গপুরে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক বিজেপি নেতা!

আজ পঞ্চম দফায় রাজ্যের ৭ কেন্দ্রে ভোটগ্রহণ