Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
চার পুর নিগমের নির্বাচন: বিকেল ৫টা পর্যন্ত সবথেকে বেশি ভোট পড়ল শিলিগুড়িতে - NewsOnly24

চার পুর নিগমের নির্বাচন: বিকেল ৫টা পর্যন্ত সবথেকে বেশি ভোট পড়ল শিলিগুড়িতে

রাজ্যের চার পুর নিগম বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর ও আসানসোল এর ভোট প্রক্রিয়ায় এদিন বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদান পর্ব ঘিরে উঠেছে একাধিক অভিযোগ। দীর্ঘদিন পর এই চার পুরসভায় নিজেদের পুর প্রতিনিধি বেছে নিচ্ছেন নাগরিকরা। ভোটপর্ব নির্বিঘ্নে করতে এই চার পুরসভায় আটোসাঁটো করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা।

বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর এই চার পুর নিগমের ভোটের নিরাপত্তায় মোতায়েন ছিল মোট প্রায় ন’হাজার রাজ্য পুলিশ। ভোট কেন্দ্রের সুরক্ষায় মোতায়েন সাড়ে আট হাজার রাজ্য পুলিশ।

আদালতের নির্দেশ মেনে এবার বিধাননগর পুরসভায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল। চার পুরসভার নির্বাচনে নিরাপত্তার বিশেষ দায়িত্বে রাখা হয় জ্ঞানবন্ত সিংহকে। এবারের বুথগুলিতে যাতে কোভিড বিধি মানা হয় তার জন্যও রাখা হয় বিশেষ ব্যবস্থা।

এবারের এই চার পুর নিগমের ভোট শনিবার বিকেল ৫টা পর্যন্ত সব চেয়ে বেশি ভোট পড়তে দেখা গেল শিলিগুড়িতে। বিকেল পাঁচটা পর্যন্ত শিলিগুড়িতে ভোট পড়েছে ৭৩.৬০ শতাংশ। পাশাপাশি চন্দননগরে সব থেকে কম ভোট পড়ল ৭০.৭৬ শতাংশ। এছাড়া বিধাননগরে ৭১.০৯ শতাংশ এবং আসানসোলে ভোট পড়ে ৭১.৮৭ শতাংশ।

Related posts

দক্ষিণবঙ্গে শীতের দাপট কমছে, বাড়বে তাপমাত্রা, কুয়াশার সতর্কতা জারি

রবিবার ৮ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, যান চলাচলে বড় পরিবর্তন

নতুন বছরে উত্তরবঙ্গের জন্য বড় উপহার, শিলিগুড়ি থেকে দিঘা প্রথম ‘ভলভো স্লিপার’ বাস চালু