কলকাতা: তিন জেলার ২০টি বুথে ভোট বাতিল করল নির্বাচন কমিশন। উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলির ওই বুথগুলিতে পুনরায় ভোটগ্রহণ হবে বলে বৃহস্পতিবার জানিয়ে দিল কমিশন।
উত্তর ২৪ পরগনার ৪টি জায়গায় নতুন করে নির্বাচনের কথা ঘোষণা করবে কমিশন। একই সঙ্গে হাওড়ার প্রায় ১৫টি বুথে ও সিঙ্গুরের একটি বুথে ভোট বাতিল করা হয়েছে। অর্থাৎ, ওই বুথগুলিতেও ফের ভোটগ্রহণ হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, হাওড়া জেলার সাঁকরাইলের ১৫টি বুথে ফের ভোট গ্রহণ করা হবে। মানিকপুর এবং সারেঙ্গা পঞ্চায়েতের জন্য ভোট গ্রহণ করা হবে। এই পঞ্চায়েত আসন গুলিতে ব্যালট লুঠ করার অভিযোগ এবং প্রমাণ রয়েছে।
এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনার হাবড়া-২ ব্লক। এই ব্লকেরই ভুরকুণ্ডা গ্রামের ৩১ নম্বর বুথের তৃণমূল প্রার্থী মহাদেব মাটি। যাঁর বিরুদ্ধে হারের ভয়ে ব্যালট খেয়ে ফেলার অভিযোগ তুলেছিলেন সিপিএম প্রার্থী। নির্বাচন কমিশন বৃহস্পতিবার মহাদেবের ওই বুথ-সহ হাবড়া ২-এর মোট ৪টি বুথের ভোট বাতিল করেছে। এ ছাড়া হুগলির সিঙ্গুরে বেরাবেরি পঞ্চায়েত আসনে নতুন করে নির্বাচন হবে।