পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি, হাইকোর্টের কড়া নাড়ছে কংগ্রেস

কলকাতা: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। ৮ জুলাই হবে পঞ্চায়েত ভোট। গোটা রাজ্যে এক দফাতেই হবে ভোটগ্রহণ। শুক্রবার থেকেই শুরু হয়েছে মনোনয়ন পর্ব। এরই মধ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী।

বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনারের তরফে ঘোষণা করা হয়, পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুন। ১৭ তারিখ স্ক্রুটিনির শেষ দিন। মনোনয়ন প্রত্যাহার করার জন্য ২০ জুন পর্যন্ত সময় পাবেন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা। ১ জুলাই প্রকাশ হবে ভোটের ফল। তবে বিরোধীদের দাবি মেনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর কোনো ইঙ্গিত এখনও মেলেনি। পরিবর্তে রাজ্য পুলিশের উপর আস্থা রাখার কথা জানিয়েছেন নব নিযুক্ত নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন জানাতে চলেছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তিনি।

আদালতে তাঁর আর্জি, মনোনয়নপত্র যাতে অনলাইনে পেশ করা যায়, সেই বন্দোবস্ত করুক রাজ্য নির্বাচন কমিশন। বিডিও বা এসডিও-র কাছে মনোনয়নপত্র পেশ করতে সমস্যা হলে কমিশন বা জেলা বিচারকের কাছেও তা যেন পেশ করার যেন সুযোগ পাওয়া যায়।

Related posts

ফের শুরু হতে চলেছে বৃষ্টি-পর্ব, চলবে কত দিন

রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের একাংশ সরাসরি রাজনীতি করছে, ক্ষোভ মমতার

আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কলকাতা জাদুঘর জমজমাট সাধারণ মানুষের ভিড়