স্বস্তির বৃষ্টি কলকাতার একাংশে, ভারী বর্ষণের পূর্বাভাস উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়

কলকাতা: সকাল থেকেই মেঘলা আকাশ। আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, শনিবার নাগাদ রাজ্যে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হতে পারে। তবে তার আগেই, শুক্রবার রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টি!

এ দিন দুপুরে তীব্র গরমের মধ্যে অবশেষে বৃষ্টি নামল কলকাতার একাংশে। সঙ্গে বজ্র-বিদ্যুৎ। মিলল সাময়িক স্বস্তি। তবে এখনই গরম থেকে রেহাই নেই শহরবাসীর। আগামী কয়েক দিনও দক্ষিণের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে। বজায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি।

ও দিকে ইতিমধ্যেই প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। শুক্রবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে সিকিমেও। তবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি শনিবার পর্যন্ত থাকবে বলেও জানানো হয়েছে।

Related posts

শেষমেশ মিলল স্বস্তি, রাজ্যের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

আইসিএসই ও আইএসসি-র ফলাফল প্রকাশিত, দুই পরীক্ষাতেই এগিয়ে মেয়েরা

হাঁসফাঁস গরম থেকে মুক্তি! ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি