কলকাতা: গত সপ্তাহে একাধিক দিন কলকাতা-সহ বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি। নেমেছিল তাপমাত্রার পারদ। মিলেছিল সাময়িক স্বস্তি। তবে ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আপাতত নেই বৃষ্টির পূর্বাভাসও।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার গরম ও অস্বস্তি দুটোই বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় নতুন করে অস্বস্তি বাড়বে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী তিন-চার দিনে ৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে পারে তাপমাত্রা। কলকাতায় বেলা বাড়ার সঙ্গেই গরম ও অস্বস্তি বাড়বে। কলকাতায় আগামী ৭২ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি পৌছাঁতে পারে। পশ্চিমের জেলায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে।
তবে দক্ষিণে অস্বস্তি বাড়লেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।