আরও ১ ডিগ্রি নামল পারদ, এর মধ্যেই নিম্নচাপের ভ্রুকুটি

কলকাতা: আরও ১ ডিগ্রি তাপমাত্রা কমল কলকাতায়। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই বঙ্গে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার এবং মঙ্গলবার রাতের তাপমাত্রা বেশ খানিকটা কমবে।

আগের দিন, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এ দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি। তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও।

হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা এবং পশ্চিমের জেলাগুলিতেও আগামী কয়েক দিনে শীতের দাপট বাড়তে পারে। সোমবার সারাদিন মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

তবে শীতের এই হিমেল পরশের মধ্যেই নিম্নচাপের ভ্রুকুটি। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার আন্দামান সাগর এলাকায় তৈরি হবে নিম্নচাপ। সেই নিম্নচাপের অভিমুখ কোনদিকে হয়, সে দিকেই নজর রাখছেন আবহবিদরা।

আরও পড়ুন: ডাম্পারের ধাক্কা, হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাপ বাইক চালকের মৃত্যু নিউটাউনে

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক