টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

পাকিস্তান: ১৩৭-৮, ২০ ওভার (শান মাসুদ ৩৮, স্যাম কারান ৩-১২, আদিল রশিদ ২-২২)

ইংল্যান্ড: ১৩৮-৫, ১৯ ওভার (বেন স্টোকস ৫২*, হ্যারিস রউফ ২-২৩)

মেলবোর্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারাল তারা।

রবিবার টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ২০ ওভারে ১৩৭-৮ স্কোর অবধি পৌঁছায় পাকিস্তান। ফাইনালের মঞ্চও হলেও শক্তিশালী ইংল্য়ান্ডের বিরুদ্ধে এই রান যথেষ্ট ছিল না। অনবদ্য বোলিং করেন স্যাম কারান। নিজের নির্ধারিত চার ওভারে মাত্র ১২ রান খরচ করে তিন উইকেট নেন তিনি।

অল্প রানের লক্ষ্যমাত্রা। কিন্তু পাকিস্তানের ঘাতক বোলিং লাইন আপের জন্য কিছুটা চিন্তা ছিলই। পাওয়ার প্লে-তে জস বাটলার, অ্যালেক্স হেলস এবং ফিল সল্টের উইকেট হারিয়ে কিছুটা হলেও চাপে পড়ে ইংল্য়ান্ড। শেষ পর্যন্ত ক্রিজে টিকে থেকে ৪৯ বলে অপরাজিত ৫২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন স্টোকস। ১ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ইংল্যান্ড।

উল্লেখ্য, ১৯৯২ সালে এই মেলবোর্নেই ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়ন হয় পাকিস্তান। ৩০ বছর পরে সেই একই মাঠে টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারায় ইংল্যান্ড। সে দিক থেকে মধুর প্রতিশোধ নিল তারা।

Related posts

আইপিএল ২০২৪: মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে কলকাতা মুখোমুখি হায়দরাবাদের

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর