ঝকঝকে আকাশ, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে

কলকাতা: আপাতত পরিষ্কার আকাশ, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বাতাসে জলীয় বাষ্প থাকায় কিছুটা আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। পুজোর অনেক আগেই, স্বাভাবিক সময়ের মধ্যেই রাজ্যে বর্ষার বিদায় শুরু। তবে পুজোর দিনগুলিতে আবহাওয়ার মতিগতি কেমন থাকবে, সেই ব্যাপারে বিশেষ পূর্বাভাস জারি করতে আরও কয়েকদিন সময় নেবে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস ইতিমধ্যে জানিয়েছেন, আগামী বৃহস্পতি-শুক্রবার নাগাদ পুজোর দিনগুলির আবহাওয়ার বিশেষ পূর্বাভাস দেওয়া হতে পারে। সামগ্রিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে ওই পূর্বাভাস জারি করা হবে। পুজোর মতো গুরুত্বপূর্ণ উৎসবে পূর্বাভাস দেওয়ার ব্যাপারে বিশেষ সতর্কতা নেয় দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী বুধবার পর্যন্ত মূলত পরিষ্কার আকাশ। আগামী তিন-চার দিন কার্যত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। তাপমাত্রা একই রকম থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবার পর্যন্ত একইরকম আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া দফতরের।

তবে, বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি-এই উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা থাকবে আরও দু-তিন দিন। ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ, হবে শুষ্ক আবহাওয়া।

Related posts

সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার পর আজ কেজরিওয়ালের প্রথম রোড শো, হনুমান মন্দিরে পুজো দিয়ে শুরু ভোটপ্রচার

সোমবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি, তার পর বাড়বে গরম

রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নামছেন অভিযোগকারিণী! পুলিশের হাতে আরেক সিসি ক্যামেরার ফুটেজ