কলকাতা: রাজ্যের উত্তরে তো বটেই, শহর কলকাতাও এখন থেকেই ঠান্ডায় কাঁপতে শুরু করেছে। বুধবার ছিল কলকাতার চলতি মরশুমের শীতলতম দিন। তাপমাত্রা নেমে গিয়েছিল ১৫ ডিগ্রি সেলসিয়াসেরও নীচে। বৃহস্পতিবার যা খুবই সামান্য উপরে।
কলকাতায় এ দিন তাপমাত্রা স্বাভাবিকের নীচে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার চেয়ে যা এক ডিগ্রি কম। যেখানে, বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৭ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
ঠান্ডায় জবুথবু অবস্থা জেলায় জেলায়। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। ঝাড়গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির নীচে ৷ আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা কম।
ও দিকে, সিকিম এবং দার্জিলিংয়ের খুব উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। আজ থেকে আগামী ৪৮ ঘন্টা সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা।
প্রতিবছরেই ডিসেম্বরের শেষ দিকে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ে। এবারও সেটাই হবে কিনা, তা সেইসময়ের আবহাওয়ার পরিস্থিতির উপর নির্ভর করবে। তবে এবারও যে বাংলায়, বিশেষত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভালই শীত পড়বে, তেমনটাই অনুমান আবহাওয়াবিদদের।