কলকাতা: বুধবারও কলকাতা – সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সারাদিন। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, এ দিন উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হবে।
আবহাওয়া দফতরের মতে, মৌসুমী অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত। উত্তরবঙ্গের উপর দিয়ে এই অক্ষরেখা থাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি। এছাড়াও বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবেই মেঘাচ্ছন্ন আকাশ, সপ্তাহজুড়ে বৃষ্টি হবে।
উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। বুধবারে ভারী বর্ষণ হতে পারে মালদহ, দুই দিনাজপুরে। উত্তর দিনাজপুরে বৃহস্পতিবারেও হতে পারে বর্ষণ।
এ দিন মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দুই ২৪ পরগনায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এই এলাকাগুলির জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। বীরভূম, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বর্ষণ হতে পারে বৃহস্পতিবারেও। হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বভাস রয়েছে কলকাতায়। সঙ্গে হতে পারে ঝড়ও।