কলকাতা: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় পশ্চিমি ঝঞ্ঝার কারণে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন ঘটছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা সাময়িকভাবে বৃদ্ধি পাবে এবং কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার হালকা বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। এছাড়া, উত্তরবঙ্গের কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে বৃষ্টি কমে যাবে। দক্ষিণবঙ্গে সামান্য কুয়াশার সম্ভাবনা থাকলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি নেই।
আগামী দু’দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও এর পরের দু’ থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এই সময়ে উত্তুরে হাওয়ার প্রভাব বৃদ্ধি পাওয়ায় শীতের আমেজ ফের জোরদার হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা আবহাওয়ার একটি উল্লেখযোগ্য দিক। এছাড়া, কালিম্পং এবং দিনাজপুরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।