সকাল থেকে মেঘলা আকাশ, কোথায় কোথায় বৃষ্টি

অঝোরে বৃষ্টি। ছবি: রাজীব বসু

কলকাতা: বৃহস্পতিবারের সকাল থেকে কলকাতার আকাশে কালো মেঘ। সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টি। আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে কলকাতায় হালকা বৃষ্টি হবে।

এ দিন ভোরসকালে হালকা বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে। বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। আর সেই কারণেই দফায় দফায়  বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। মূলত দু এক পশলা হালকা বৃষ্টি বা  মাঝারি বৃষ্টি হতে পারে। এ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া  জেলায়।

শুক্রবার তীব্রতা বেড়ে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা আর অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শনিবার (১৮ নভেম্বর) নাগাদ সমুদ্র উপকূল অবস্থিত জেলাগুলোতে বৃষ্টিপাত হবে।

ও দিকে, জাতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুসারে, আজ উপকূলীয় ওড়িশা, উপকূলীয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কেরলের বিচ্ছিন্ন জায়গায় বজ্রপাত এবং ঝড় হবে। এ ছাড়াও হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক