বর্ষবরণের রাতেই দক্ষিণে আবহাওয়ার ভোলবদল! উত্তরে তুষারপাতের সম্ভাবনা

কলকাতা: সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হয়ে গিয়েছে। বর্ষশেষে আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। তবে, নতুন বছরে ফের দক্ষিণবঙ্গে পারদ নামার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর।

কলকাতায় শনিবার সকালের তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

হাওয়া অফিস সূত্রে খবর, পুবালি হাওয়ার কারণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। আর তার ফলে হাল্কা-মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে। খুব ভোরে বা সকালের দিকে বিক্ষিপ্তভাবে কুয়াশা দেখা যাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে আটকে গেছে উত্তর পশ্চিমের শীতল হাওয়া।

ও দিকে, বর্ষবরণে তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা বাড়ছে সান্দাকফু-সহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। সিকিমে বৃষ্টি ও তুষারপাত হবে। তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং-সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।

Related posts

বিজেপিতে বড় ধাক্কা! ভোটের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিদায়ী সাংসদ

সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী, তদন্তে পুলিশ

ফের শুরু হতে চলেছে বৃষ্টি-পর্ব, চলবে কত দিন