সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে ফের রেল অবরোধ আদিবাসীদের

সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে রাজ্যের একাধিক জায়গায় ফের রেল অবরোধ আদিবাসীদের। শনিবার সকালে অবরোধের জেরে নিত্য়যাত্রীদের ভোগান্তি।

পুরুলিয়ার কাঁটাডি স্টেশনে সকাল ৬টা থেকে শুরু রেল রোকো। আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা ভারত বন‍্ধকে সফল করতে শুরু ১২ ঘণ্টার রেল অবরোধ। অবরোধের জেরে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া-চান্ডিল শাখায় ট্রেন চলাচল বন্ধ।

মালদার আদিনা স্টেশনে রেল অবরোধে সামিল হয়েছেন আদিবাসী মানুষেরা। যার জেরে শুরু হয়েছে রেল-দুর্ভোগ। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

এ ছাড়া সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে আসানসোলের কালিপাহাড়ি স্টেশনেও রেল অবরোধ শুরু হয় সকাল থেকেই ।শনিবার আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতৃত্বে এই রেল অবরোধ করা হয়। বেশ কিছুক্ষণ এই রেল অবরোধ চলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ বাহিনী ।

Related posts

শেষমেশ মিলল স্বস্তি, রাজ্যের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

আইসিএসই ও আইএসসি-র ফলাফল প্রকাশিত, দুই পরীক্ষাতেই এগিয়ে মেয়েরা

হাঁসফাঁস গরম থেকে মুক্তি! ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি