প্রথম পাতা খবর দশ হাজার বুথের জন্য সত্তর হাজার বাহিনী, দেখে নিন কোন দফায় কত কেন্দ্রীয় বাহিনী চাইছে কমিশন?

দশ হাজার বুথের জন্য সত্তর হাজার বাহিনী, দেখে নিন কোন দফায় কত কেন্দ্রীয় বাহিনী চাইছে কমিশন?

167 views
A+A-
Reset

ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে ২০১৬ রেকর্ড ভেঙে দিল নির্বাচন কমিশন। আগামী ২৭শে মার্চ রাজ্যের বিধানসভা ভোটের প্রথম দফাতেই স্ট্রং রুমের নিরাপত্তা সহ প্রথম দফার নির্বাচনে রাজ্যের ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে। ২০১৬ সালের রাজ্যে বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এসেছিল ৭২০ কোম্পানি। আর একুশে নির্বাচনে রাজ্যে ৭৩২ কোম্পানি মোতায়েন হতে চলেছে।  প্রতি দফায় সাতশোর বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইছে কমিশন। এটাকে একেবারে নজিরবিহীন ঘটনা বলে মনে করছেন রাজনৈতিক কুশীলবরা।


নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার নির্বাচনে প্রথম দফায় মোট ৩০ কেন্দ্রে ভোটগ্রহণের জন্য মোতায়েন করা হচ্ছে ৭০৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ দশ হাজার বুথের জন্য সত্তর হাজার বাহিনী। এটি একটি নয়া রেকর্ড। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে এসেছিল ৭২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে এসেছিলে ৭৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবারের ভোটে মাত্র একটি দফা অর্থাৎ ৩০টি বিধানসভা কেন্দ্রের ১০,২৮৮টি বুথের জন্য আসছে ৭০৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আরও বেশি পরিমাণে কেন্দ্রীয় বাহিনী আসতে পারে বলে কমিশন মনে করছে।

আরও পড়ুন: ভোটের মুখে বড় চমক, তৃণমূলে যোগ দিলেন যশবন্ত সিনহা
কিন্তু এত বাহিনী দেখে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কোন ‘খেলার’ আশঙ্কা থেকে রাজ্যে এত সংখ্যক জওয়ান আনা হচ্ছে?
ভোট ঘোষণার আগে থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের আগেই। এরপর রাজ্যের বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে, অজয় নায়েক আসার আগে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে। তার পর আরও ২০০ কোম্পানি।তবে শুধুমাত্র ভোটকেন্দ্রের জন্যই নয়, স্ট্রং রুমের নিরাপত্তা, ক্য়ুইক রেসপন্স টিম সহ বিভিন্ন পদক্ষেপের জন্য প্রত্যেকটি দফায় এই বিপুল সংখ্যক বাহিনী চাইছে কমিশন। অতীতে এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রাজ্যে হয়নি বলেই কমিশন সূত্রে খবর।

এক নজরে দেখে নেওয়া যাক কোন দফাতে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইছে নির্বাচন কমিশন রাজ্যের বিধানসভা ভোটের জন্য:
প্রথম দফায় নির্বাচন কমিশন চাইছে ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
দ্বিতীয় দফায় নির্বাচন কমিশন চাইছে ৬৯৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
তৃতীয় দফায় কমিশন ৬৯৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইছে।
চতুর্থ দফায় ৮৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইছে।
পঞ্চম দফায় ৯৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী  চাইছে কমিশন।
ষষ্ঠ দফায় ৯৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইছে কমিশন।
সপ্তম দফায় ৭৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইছে কমিশন।
অষ্টম দফায় ৭১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইছে কমিশন, এমনটাই কমিশন সূত্রে খবর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.