কলকাতা: ফের নিম্নচাপের ভ্রূকুটি দেখা দিয়েছে বঙ্গোপসাগরে। বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সাগরের দক্ষিণাংশে। এটি শক্তি বাড়িয়ে অন্তত গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এমনকি সেটি ঘূর্ণিঝড়ের রূপও নিতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি শক্তি বৃদ্ধি করে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়াবিদদের মতে, সোমবার নাগাদ এই নিম্নচাপের শক্তি আরও বাড়বে।
নিম্নচাপটির অভিমুখ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলের দিকে। ফলে, এই প্রক্রিয়া বাংলার থেকে অনেক দূরে ঘটতে থাকায় রাজ্যে এর প্রত্যক্ষ কোনও সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা নেই।
তবে, এর পরোক্ষ প্রভাব পশ্চিমবঙ্গে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। চলতি সপ্তাহের বৃহস্পতি-শুক্রবার নাগাদ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই নিম্নচাপটিই মেঘ ঢোকাবে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে। সেই কারণেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে।