37
কলকাতা: রবিবার সকালে উল্টোডাঙায় রেললাইনের ধারে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন।
বস্তিটির ঘরগুলো ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। পাশাপাশি, ঘরগুলিতে থাকা গ্যাস সিলিন্ডারের কারণে বিস্ফোরণের সম্ভাবনা বাড়ছে। দমকল বাহিনী এবং স্থানীয় বাসিন্দারা মিলে সিলিন্ডারগুলি সরানোর চেষ্টা করছেন।
দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে চারদিক থেকে অগ্নিস্থলটি ঘিরে ফেলার চেষ্টা করছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও চলছে। ঘটনাস্থলে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আগুনের উৎস এখনও স্পষ্ট নয়।