কনকনে ঠান্ডা, তারই মধ্যে বৃষ্টি! কী বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস

কলকাতা: বুধবার কনকনে ঠান্ডার মধ্যেই বৃষ্টি হয়েছে কলকাতা-সহ জেলায় জেলায়। বৃহস্পতিবারেও রাজ্যের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে অনুমান আবহাওয়া দফতরের। বৃষ্টি কমে গেলে দক্ষিণবঙ্গে শীত আরও বাড়বে। কারণ রাতের তাপমাত্রা কমে যাবে।

বুধবার দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ২৬ জানুয়ারি থেকে আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির আরও কোনও সম্ভাবনা নেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে।

এমনিতে গোটা পৌষজুড়ে তেমন শীতের দেখা মেলেনি। উত্তুরে হাওয়ার পথে একাধিক বাধা তৈরি হয়েছিল। তবে সংক্রান্তির আগে থেকেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত ফিরেছে ২৩ জানুয়ারি ছিল কলকাতায় এই মরশুমের শীতলতম দিন। এ দিনই এই প্রথম ১১-র ঘরে নেমেছিল পারদ।

অন্য় দিকে, বৃহস্পতিবার উত্তরবঙ্গের একাধিক জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। যার প্রভাব পড়তে পারে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়।

Related posts

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা

প্রধানমন্ত্রীর সভার পরেই খড়গপুরে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক বিজেপি নেতা!