কলকাতার রাস্তায় মহিলা ক্যাব চালকের শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার যাত্রী

কলকাতা: শহর কলকাতায় এক মহিলা ক্যাব চালককে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল যাত্রীর বিরুদ্ধে। গড়িয়াহাট থানার পুলিশের হাতে গ্রেফতার উত্তরপ্রদেশের বাসিন্দা।

ঘটনায় প্রকাশ, মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিট নাগাদ ওই যুবতীর কাছে এক বুকিং আসে। বুকিং পেয়ে বিমানবন্দর এলাকা থেকে এক ব্যক্তিকে গাড়িতে তোলেন ওই যুবতী। ক্যাবে ওঠার পর ওই ব্যক্তি চালক যুবতীকে নিজের গন্তব্যের কথা জানান। গন্তব্য ছিল গড়িয়াহাট থানা এলাকা। ক্যাব চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি নানান অশালীন অঙ্গভঙ্গি শুরু করেন বলে যুবতীর অভিযোগ। একা যুবতী হয়ে ক্যাব চালাচ্ছেন, এই সুযোগে নানা অছিলায় যুবতীর গায়ে হাত দেন ওই ব্যক্তি, অভিযোগ এমনই।

তবে এখানেই শেষ নয়। চালক মহিলার দাবি, গন্তব্যে ছেড়ে আসার পর থেকেই লাগাতার মেসেজ করেন ওই আরোহী। একের পর এক কুপ্রস্তাব দিতে থাকেন তিনি। এরপর ওই মহিলা চালক পুরো ঘটনাটি অনলাইন ক্যাব অপারেটর গিল্ডকে জানান। গিল্ডের সদস্যরা মঙ্গলবার রাতে ওই হোটেলের সামনে গিয়ে মহিলাকে দিয়ে ফোন করে নীচে ডাকেন অভিযুক্তকে। ওই ব্যক্তি সেখানে আসতেই তাঁকে ধরে নিয়ে গড়িয়াহাট থানায় তুলে দেওয়া হয়। মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

একজন মহিলা ক্যাব চালকের সঙ্গে এহেন ঘটনার প্রতিবাদ করেছেন অনলাইন ক্যাব চালক অ্যাসোসিয়েশন। তাদের তরফে অভিযুক্তর কড়া শাস্তির দাবিও জানানো হয়েছে।

Related posts

অবশেষে দেখা গেল বৃষ্টির সম্ভাবনা! কবে থেকে?

সাতসকালে বড়বাজারে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, আজ শুনানি সুপ্রিম কোর্টে