উত্তর প্রদেশের আসন্ন নির্বাচনে প্রার্থী তালিকার ৪০ শতাংশ মুখ হবেন মহিলারা: প্রিয়াঙ্কা গান্ধী

ডেস্ক: উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে মাত দিতে তৃণমূলের ছকে এগোচ্ছে কংগ্রেস। প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছেন ৪০ শতাংশ টিকিট এবার মহিলাদের দেওয়া হবে। উত্তর প্রদেশের নির্বাচনে মহিলা ভোটারদের সামনে রেখেই এগোচ্ছে কংগ্রেস। প্রিয়াঙ্কা গান্ধির ঘোষণা থেকেই পরিষ্কার, উত্তর প্রদেশের নির্বাচনে বরাবর জাতপাতের রাজনীতির যে অঙ্ক কষা হয়েছে, তার বাইরে বেরিয়ে এসে নতুন রণকৌশলে এগোতে চাইছে কংগ্রেস।


নির্বাচন ঘোষণার আগেই মহিলাদের জন্য ৪০ শতাংশ আসন বরাদ্দ করার কথা ঘোষণা করার মাধ্যমে প্রিয়াঙ্কা গান্ধী যেমন অন্য দলের মহিলা নেত্রিদের কাছে একটি বার্তা পাঠালেন, তেমনই উত্তর প্রদেশের সাধারণ গৃহস্থবাড়ির মহিলাদের কাছেও ভোটের আবেদন করে রাখলেন তিনি। যদিও উত্তর প্রদেশে কংগ্রেসের সংগঠন তলানিতে ঠেকেছে। ঘুরে দাঁড়াতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর কংগ্রেস নির্বাচনী ইস্তেহারে মহিলাদের হাতে ২০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেবে। এমনকী রান্নার গ্যাস দেওয়ার কথাও বলবে।

আরও পড়ুন: সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে শুভেন্দুকে আক্রমণ বাবুলের

প্রিয়াঙ্কা বলেন, ‘মহিলারা পরিবর্তন আনতে সক্ষম এবং তাঁদের এগিয়ে আসা প্রয়োজন৷ এই সিদ্ধান্ত উত্তর প্রদেশের মেয়েদের জন্য৷ যে মহিলারা পরিবর্তন চান, এই সিদ্ধান্ত তাঁদের জন্য৷’


প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, বিজেপি সরকার মহিলাদের উন্নয়নে কিছু করেনি রাজ্যে। উন্নাওয়ে নির্যাততাকে পুড়িয়া মারা হয়েছে। হাথরাসেও বিচার পাননি নির্যাতিতা। লখিমপুর খেরিতেও বিচার পাননি সন্তানহারা মায়েরা। এই ভাবে চলতে দেওয়া যাবে না। বিজেপি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মহিলাদেরই এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন একমাত্র মহিলারা রাজনীতিতে সক্রিয় ভাবে অংশ নিলেই দেশের উন্নয়ন সম্ভব। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?