বিরোধী শিবিরে রাষ্ট্রপতি পদপ্রার্থী হলেন যশবন্ত সিনহা, টুইটে শুভেচ্ছা জানালেন মমতা

অবশেষে সর্বসম্মতিক্রমে বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী হলেন যশবন্ত সিনহা। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী মনোনীত হওয়ার পর যশবন্ত সিনহাকে অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন যশবন্ত সিনহার নাম বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে শরদ পাওয়ার ঘোষণা করতেই টুইট করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লেখেন, ‘‌আমি অভিনন্দন জানাচ্ছি যশবন্ত সিনহা–কে সর্বসম্মত প্রার্থী হিসাবে উঠে আসার জন্য। সমস্ত বিরোধী দল তাঁকে সমর্থন করেছেন। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য।’‌ তিনি লেখেন, ‘‌মহান সম্মানীয় একজন মানুষ এবং যাঁর কুশলতা রয়েছে, যিনি মূল্যবোধ তুলে ধরে আমাদের মহান জাতির প্রতিনিধিত্ব করবেন।’‌

আজ, মঙ্গলবার নয়াদিল্লিতে ১৮ বিরোধী দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে যশবন্তের নামে সিলমোহর দেওয়া হয়েছে। বরিষ্ঠ এই রাজনীতিবিদ ২০২১ সালের ১৩ মার্চ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ২০২২ সালের ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে যৌথ বিরোধী দলীয় রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার জন্য চলতি বছরের ২১ জুন তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছেন যশবন্ত। এই নির্বাচনে বিজেপির প্রার্থী কে, তা এখনও দলের তরফে ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন :

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিরোধীদের মুখ হতে চলেছেন যশবন্ত সিনহা

দমদমে শ্যুটআউট, অল্পের জন্য রক্ষা পেলেন দমকলকর্মী

যোগব্যায়াম বিশ্বে শান্তি আনে, যোগদিবসে কর্ণাটকে বললেন প্রধানমন্ত্রী

চাকরি দেওয়ার নামে ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি, অগ্নিপথ নিয়ে গর্জে উঠলেন মমতা

ত্রিপুরা প্রকৃত পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে, দাবি অভিষেকের

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক