দমদমে শ্যুটআউট, অল্পের জন্য রক্ষা পেলেন দমকলকর্মী

দমদমে শ্যুটআউট, অল্পের জন্য রক্ষা পেলেন দমকলকর্মী। সকাল ৮টা নাগাদ এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমদম থানার পুলিশ। ব্যক্তিগত কোনও শত্রুতার জেরেই এই গুলি, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

সকাল ৮টা নাগাদ এই ঘটনা ঘটে। দমকল কর্মী স্নেহাশিস রায়ের দাবি, কিছুদিন রাস্তায় এক যুবকের সঙ্গে ধাক্কা লাগা নিয়ে বচসা হয়। অভিযোগ, আজ সকালে ওই যুবক ক্ষমা চাওয়ার নাম করে তাঁকে বাইরে আসতে বলে। এরপরই ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায় বলে অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান ওই দমকল কর্মী। গোটা বিষয়টিতে আতঙ্কে রয়েছেন স্নেহাশিস বাবু নিজেও। সামান্য ধাক্কা লাগা নিয়ে বচসা থেকে জল এতোদূর গড়াবে তা কল্পনাও করতে পারেননি তিনি। ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে দমদম থানার পুলিশ।

অভিযুক্ত ওই যুবক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যুবকের নাম কিংবা পরিচয় কিছুই জানা যায়নি।

আরও পড়ুন :

যোগব্যায়াম বিশ্বে শান্তি আনে, যোগদিবসে কর্ণাটকে বললেন প্রধানমন্ত্রী

চাকরি দেওয়ার নামে ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি, অগ্নিপথ নিয়ে গর্জে উঠলেন মমতা

ত্রিপুরা প্রকৃত পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে, দাবি অভিষেকের

ভারত বনধের প্রভাবই পড়েনি বঙ্গে, সতর্কতা জারি নবান্নের

ত্রিপুরায় আক্রান্ত কংগ্রেস প্রার্থী সুদীপ রায়বর্মন, অভিযোগের তীর বিজেপির দিকে

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের