রঞ্জি ট্রফির এক রোমাঞ্চকর ম্যাচে মধ্যপ্রদেশকে ১১ রানে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে আনল বাংলা। এই জয়ে দারুণ ভূমিকা রাখলেন দলের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি ও অলরাউন্ডার শাহবাজ আহমেদ। চোট সারিয়ে প্রায় এক বছর পর মাঠে ফেরা শামি তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। অন্যদিকে, শাহবাজ ৪৮ রানে ৪ উইকেট নিয়ে হয়ে উঠলেন ম্যাচের সেরা পারফর্মার।
শনিবার, ইন্দোরের মাঠে ম্যাচের শেষ দিনে হাড্ডাহাড্ডি লড়াই হয়। বাংলার দরকার ছিল ৭ উইকেট, আর মধ্যপ্রদেশের ১৮৮ রান। শুভম শর্মা ও বেঙ্কটেশ আয়ারের দুর্দান্ত ব্যাটিং চ্যালেঞ্জে একসময় চাপে পড়ে যায় বাংলা। মধ্যপ্রদেশ ১৬১ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে শুভম (৬১) এবং বেঙ্কটেশ (৫৩) ৯৪ রানের জুটি গড়েন। এই জুটি বাংলার বোলারদের পরীক্ষা নিলেও রোহিত কুমারের স্ট্রাইকিং বলে বেঙ্কটেশ আউট হলে ম্যাচের রং বদলাতে শুরু করে।
এরপর অষ্টম উইকেটে সারাংশ জৈন (৩২) ও আরিয়ান পান্ডে (২২) মরিয়া লড়াই করে ৬২ রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু শাহবাজ আহমেদ গুরুত্বপূর্ণ সময়ে সারাংশকে আউট করে মধ্যপ্রদেশের রানের চাকা থামান। সারাংশ আউট হওয়ার সময় মধ্যপ্রদেশ জয়ের জন্য মাত্র ২১ রান দূরে ছিল। এর পর দ্রুত আরিয়ান পান্ডেকে আউট করে বাংলাকে ম্যাচে ফেরান শাহবাজ়।
শেষ মুহূর্তে মধ্যপ্রদেশের প্রয়োজন ছিল ২৪ রান। কিন্তু সেই আশা ভেঙে দেন শামি। কুমার কার্তিয়েক সিংহকে (৬) আউট করে দলের জন্য ছয় পয়েন্ট নিশ্চিত করেন বাংলার এই পেসার।
বাংলার বোলারদের এই সম্মিলিত প্রচেষ্টা শুধু জয় এনে দিল না, বরং দলকে রঞ্জি ট্রফির শীর্ষ দৌড়েও আরও এগিয়ে দিল।