রাজস্থানের কাছে ৩ রানে হার চেন্নাইয়ের

রাজস্থান রয়্যালস: ১৭৫/৮ (বাটলার ৫২, দেবদত্ত ৩৮, জাডেজা ২/২১) 

চেন্নাই সুপার কিংস: ১৭২/৬ (কনওয়ে ৫০, অশ্বিন ২/২৫, চাহাল ২/২৭)

বুধবার ঘরের মাঠ চিপকে রাজস্থান রয়্যালসের কাছে ৩ রানে হারতে হল চেন্নাই সুপার কিংসকে।

টস জিতে ফিল্ডিং নেওয়া রীতিমতো ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এবারের আইপিএলে। বুধবার মহেন্দ্র সিং ধোনিও সেই পথেই হাঁটলেন। কিন্তু চেষ্টা করেও ব্যর্থ ধোনি, কার্যত মরুঝড়ে উড়ল চেন্নাই সুপার কিংস। অধিনায়ক হিসেবে ধোনির ২০০তম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৩ রানে হারতে হল।

প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৫ রান তোলেন সঞ্জু স্যামসনরা। জবাবে চেন্নাই তোলে ১৭২/‌৬। ম্যাচ গড়ায় একেবারে শেষ বলে। দরকার ১ বলে ৫ রান। লড়াইয়ে জয়ের আশা দেখা দিলেও শেষ পর্যন্ত শেষ হাসি হাসে রাজস্থান।

প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় রাজস্থান রয়্যালস। যশস্বী জয়েসওয়ালকে (১০) ফিরিয়ে দেন তুষার দেশপান্ডে। তবে দ্বিতীয় উইকেটে ৭৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন বাটলার ও দেবদূত পাদিক্কাল (৩৮)। চার নম্বরে নেমে খাতা খুলতে ব্যর্থ সঞ্জু। রবিচন্দ্রন অশ্বিন অবশ্য মূল্যবান ৩০ রান যোগ করেন। জেসন হোল্ডার (০) ও ধ্রুব শোরেলও (৪) দ্রুত ফিরলেও শেষদিকে শিমরন হেটমায়ার অপরাজিত ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। দুরন্ত বল করে ২১ রানে ২ উইকেট তুলে নেন রবীন্দ্র জাডেজা। আকাশ সিং ও তুষার দেশপান্ডেও দুটি করে উইকেট পান।

জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে চেন্নাই। শুরুতেই উইকেট হারায় চেন্নাই। ৮ রানে ফেরেন ঋতুরাজ। এরপর রাহানেকে সঙ্গে নিয়ে ব্যাটিংয়ের হাল ধরেন কনওয়ে। দ্বিতীয় উইকেটে ৬৮ রান যোগ করেন তাঁরা। তবে রাহানে (৩১) ফিরতেই সিএসকে ব্যাটিংয়ে ধস নামে। একে একে ফেরেন শিবম দুবে (৮), মঈন আলি (৭) ও আম্বতি রায়াডু (১)। কনওয়ে (৫০) অর্ধশতরান করলেও দ্রুত রান তোলার লক্ষ্যে উইকেট ছুঁড়ে আসেন। শেষ চার ওভারে জয়ের জন্য ৫৯ রান প্রয়োজন ছিল চেন্নাইয়ের। ধোনি ও জাডেজা যথেষ্ট চেষ্টা চালিয়ে গেলেন। ১৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন ধোনি। ১৫ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন জাডেজা। অশ্বিন ও চাহাল ২টি করে উইকেট নেন।

Related posts

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?