Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বিশ্বকাপ ২০২৩: প্রস্তুতি খতিয়ে দেখতে ইডেনে আসছে আইসিসি ও বিসিসিআই-এর প্রতিনিধি দল - NewsOnly24

বিশ্বকাপ ২০২৩: প্রস্তুতি খতিয়ে দেখতে ইডেনে আসছে আইসিসি ও বিসিসিআই-এর প্রতিনিধি দল

ইডেন গার্ডেন্স। প্রতীকী ছবি

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর আগে ইডেন গার্ডেন্সে সাজ সাজ রব। আগামী শনিবার (৫ আগস্ট) ইডেনের প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন আইসিসি ও বিসিসিআই-এর প্রতিনিধি দল।

জানা গিয়েছে, বিশ্বকাপ আয়োজনের জন্য ইডেন গার্ডেন্স কতটা প্রস্তুত, খতিয়ে দেখতে শনিবার কলকাতায় আসছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ২০ সদস্যের বিরাট এক প্রতিনিধি দল।

ওই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের যুগ্ম সচিব, অসমের দেবজিৎ সাইকিয়া। ইডেনের প্রস্তুতির কাজ সরেজমিনে খতিয়ে দেখবেন তাঁরা। প্রয়োজনমতো পরামর্শও দেবেন।

এ বারের বিশ্বকাপ শুরু আগামী ৫ অক্টোবর। ভারতের মোট ১২টি স্টেডিয়ামে খেলা হবে। বিশ্বকাপের দু’টি সেমিফাইনালের দায়িত্ব পেয়েছে কলকাতা ও মুম্বই। ভারত নিজেদের ম্যাচগুলি খেলবে ৮ অক্টোবর, ১১ অক্টোবর, ১৫ অক্টোবর, ১৯ অক্টোবর, ২২ অক্টোবর, ২৯ অক্টোবর, ২ নভেম্বর, ৫ নভেম্বর ও ১১ নভেম্বর।

ইডেনে সেমিফাইনাল-সহ ওয়ান ডে বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ রয়েছে। যার মধ্যে রয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মতো হাইভোল্টেজ ম্যাচও। এ ছাড়া পাকিস্তানের দুটি ম্যাচ রয়েছে ইডেনে। পাকিস্তান বনাম ইংল্যান্ড মহারণও রয়েছে শহরে।

Related posts

বারুইপুরে ‘ভূত’ বিতর্কে রিপোর্ট জমা কমিশনে, ৩ ভোটারের নাম বাদ পড়া ছিল ‘অনিচ্ছাকৃত ভুল’

চোখের আলো নয়, মনোবলের আলো—বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মেয়েরা, নববর্ষের প্রাক্কালে অভিনন্দিত হোক এক ইতিহাস

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি