এ বারের বিশ্বকাপে প্রথম অঘটন! গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারাল আফগানিস্তান

এ বারের বিশ্বকাপে প্রথম অঘটন। গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ২৮৪ রান করে আফগানিস্তান। ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ২১৫ রানে।

কোনো উইকেটে না হারিয়ে ১১৪ রান করে ফেলে আফগানিস্তান। তবে এর পরে স্কোর হয়ে যায় ১৫২ রানে ৪ উইকেট। রহমানুল্লা গুরবাজ করেন ৫৭ বলে ৮০ রান। ইকরাম আলিখিল ৬৬ বলে ৫৮ রান করেন।

ইংল্য়ান্ডকে একের পর এক ধাক্কা আফগানিস্তানের। শুরুটা করেন বাঁ হাতি পেসার ফজলহক ফারুকি। জনি বেয়ারস্টোকে ফেরান তিনি। দুই স্টার স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমান তিনটি করে উইকেট নেন। তবে ভুললে চলবে না নবীন উল হকের পারফরম্যান্সও। চোখ ধাঁধানো ডেলিভারিতে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের উইকেট ছিটকে দেন নবীন।

অন্য দিকে, দলের অসময়ে শক্ত হাতে ব্যাট করেন হ্য়ারি ব্রুক। ৬১ বলে ৬৬ রান করেন তিনি। কিন্তু জয়ের লক্ষ্য থেকে অনেকটাই দূরে ২১৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

Related posts

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?

আইএসএল ফাইনালে এগিয়ে থেকেও হার মোহনবাগানের

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় কেকেআরের, ওয়াংখেড়েতে ২৪ রানে জিতল নাইটরা