পুজোর মুখে নকশালবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

নকশালবাড়ি: পুজোর মুখে নকশালবাড়ি বাজারে বিধ্বংসী আগুন। এই ধরনের বিপর্যয়ে রীতিমতো দিশেহারা ওই বাজারের ব্যবসায়ীরা। রবিবার রাত ১০টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দার্জিলিং জেলার নকশালবাড়ি চৌরঙ্গী বাজারে।

আগুন লাগার খবর পেয়ে নকশালবাড়ি দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। যা নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, বার বার বলা সত্ত্বেও অতিরিক্ত ইঞ্জিন আনা হয়নি। আগুন নেভাতে দেরি হওয়ায় বাজারের মধ্যে বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে যায় বলে অভিযোগ। প্রায় ঘণ্টাতিনেক বাদে আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর।

অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যবসায়ীরা দোকানের মালপত্র বের করে নিয়ে যান। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

Related posts

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, বিশেষ ট্রেন ও মেট্রো পরিষেবা

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে