ভারতের দাবা তারকা ডি গুকেশ ইতিহাস গড়লেন। বৃহস্পতিবার সিঙ্গাপুরে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর নির্ণায়ক ১৪তম গেমে চিনের ডিং লিরেনকে পরাজিত করে তিনি সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন।
গেমটি ড্র হতে চলেছিল, তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডিং লিরেন ভুল করে তার রুকটি কিং-এর পাশে সরিয়ে দেন, যা তার বিপর্যয়ের কারণ হয়। সেই সুযোগটি দারুণভাবে কাজে লাগান গুকেশ। ম্যাচটি ড্র হলে টাই-ব্রেকের মাধ্যমে শুক্রবার চ্যাম্পিয়ন নির্ধারিত হত, তবে গুকেশের এই জয়ে টাই-ব্রেকের প্রয়োজন হয়নি।
ডি গুকেশ (১৮ বছর ৮ মাস ১৪ দিন) বিশ্ব দাবার সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হলেন, যা এর আগে গ্যারি কাসপারভ (২২ বছর ৬ মাস ২৭ দিন) ধরে রেখেছিলেন।
গুকেশ ভারতের দ্বিতীয় দাবা বিশ্ব চ্যাম্পিয়ন। এর আগে বিশ্বনাথন আনন্দ চারবার এই খেতাব জয় করেছিলেন।