কলকাতা: দক্ষিণবঙ্গে শীতের অপেক্ষা শেষ। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে রাজ্যের পাঁচ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের নিয়ম অনুযায়ী, কোনও জায়গার সর্বনিম্ন তাপমাত্রা যদি ১০ ডিগ্রির নিচে নেমে যায় এবং স্বাভাবিকের চেয়ে ৪.৫–৬.৪ ডিগ্রি কম থাকে, তখন শৈত্যপ্রবাহ ঘোষণা করা হয়।
সম্প্রতি উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেড়ে গিয়েছিল। তবে পরিস্থিতি বদলে বৃহস্পতিবার ভোরে পুরুলিয়ার তাপমাত্রা ৮.১ ডিগ্রিতে নেমে আসে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী তিন দিনে রাজ্যের প্রায় সব জেলায় তাপমাত্রা ৩–৪ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের দাপট বেশি থাকবে।
এই আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গের শীতপ্রেমীদের জন্য সুখবর হলেও, শৈত্যপ্রবাহের কারণে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া দফতর।