কলকাতা: শনিবার থেকে হাওড়া ময়দান থেকে কমছে মেট্রোর সংখ্যা। বর্তমানে সোমবার থেকে শনিবার পর্যন্ত হাওড়া ময়দান থেকে ১৫০টি মেট্রো চলাচল করে। তবে শনিবার থেকে এই সংখ্যা কমে ১১৪-এ দাঁড়াবে। আপ-ডাউন মিলিয়ে মোট ৩৬টি মেট্রো বাতিল হচ্ছে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। এই পরিবর্তন মূলত হাওড়া ময়দান থেকে মহাকরণের মধ্যে পরিষেবায়।
মেট্রো সূত্রে খবর, শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রোর কাজ চলায় পরিষেবায় এই সাময়িক ব্যাঘাত ঘটছে। তবে রবিবারের মেট্রো সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।
প্রসঙ্গত, ধর্মতলা থেকে হাওড়া ময়দানের রুটে দুটি সুড়ঙ্গপথে মেট্রো চলাচল করে। একটি পূর্বমুখী এবং অপরটি পশ্চিমমুখী। বর্তমানে পশ্চিমমুখী সুড়ঙ্গে হাওড়া ময়দান থেকে মহাকরণের মধ্যে পরিষেবাতেই কাটছাঁট করা হচ্ছে।
নতুন সূচি অনুযায়ী, হাওড়া ময়দান থেকে মহাকরণের দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ৮ মিনিটে এবং শেষ মেট্রো সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে। উল্টোপথে, মহাকরণ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ২০ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৮টা ৮ মিনিটে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, শিয়ালদহ-এসপ্ল্যানেড রুটের কাজ শেষ হলে পরিষেবা আবার স্বাভাবিক হবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে মেট্রো রেল।